কিছু গুরুত্বপূর্ণ MCQ


১।জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি ?
ক) কুড়িল দ্বীপপুঞ্জ
খ) মার্শাল দ্বীপপুঞ্জ
গ) দিয়োগো গারসিয়া
ঘ) গ্রেট বেরিয়ার রিফ

২।যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দেয় ?
ক) হাওয়াই
খ) আরিজোনা
গ) টেক্সাস
ঘ) ফ্লোরিডা

৩।বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন ?
ক) নবদ্বীপের
খ) মিথিলার
গ) বৃন্দাবনের
ঘ) বর্ধমানের

৪।দিল্লীর সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলমান নারী কে ??
ক) বেগম রোকেয়া
খ) নূর জাহান
গ) সুলতানা রাজিয়া
ঘ) মমতাজ বেগম

৫।কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে ?
ক) এফ আর খান
খ) বব বোই
গ) লুই কান
ঘ) মাজহারুল ইসলাম

৬।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে ??
ক) ১৫৩ টি
খ) ১৫৭ টি
গ) ১৫৯ টি
ঘ) ১৬৩ টি

৭।বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি ?
ক) EU
খ) WTO
গ) NATO 
ঘ) FIFA

৮।বাংলাদেশের জাতীয় দিবস কবে??
ক) ১৬ই ডিসেম্বর
খ) ৭ই মার্চ
গ) ২৬ই মার্চ
ঘ) ১৭ই এপ্রিল

৯।মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নাই??
ক) কলাম্বিয়া
খ) নিকারাগুয়া
গ) কোস্টারিকা
ঘ) এল সালভাদর

১০।দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে ??
ক) গজারিয়া
খ) গাজীপুর
গ) সাভার
ঘ) ভালুকা



উত্তরঃ ১।ক, ২।ক, ৩।খ, ৪। গ, ৫।খ, ৬।ক, ৭।খ, ৮।গ, ৯।গ, ১০।ক 

Comments

Popular posts from this blog

অংশগ্রহণমূলক শিক্ষণ-শিখন পদ্ধতি

নোবেল পুরস্কার ২০১৬

২০১৪ সালের নোবেল পুরস্কার