২০১৪ সালের নোবেল পুরস্কার


পদার্থবিজ্ঞানঃ
পরিবেশবান্ধব বিকল্প আলোর উত্স নীল লাইট ইমিটিং ডায়োড (এলইডি) আবিষ্কারের জন্য এবার পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন দুই জাপানি ও এক জাপানি বংশোদ্ভূত মার্কিন গবেষক। তারা হলেন- জাপানের গবেষক ইসামু আকাসাকি, হিরোশি আমানো ও জাপানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শুজি নাকামুরা।প্রথম LED আবিষ্কার হয়ে ছিলো ১৯৬২ সালে। তার রঙ ছিলো লাল। এরপর সবুজ রঙের LED আবিষ্কার হলেও, নীল আলো তৈরিতে সক্ষম LED তৈরির বাধাটা কোনভাবেই অতিক্রম করা যাচ্ছিলো না। এখন প্রশ্ন হলো নীল LED কেন এতো দরকার? কারন আমরা সাদা রঙের আলো সবচেয়ে বেশী ব্যবহার করি, আর, সাদা আলো তৈরিতে দরকার লাল, সবুজ ও নীল-এই তিনটা রঙের আলো।
অবশেষে ১৯৮৬ সালে প্রথম সফল হন, জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আকাশি ও প্রফেসর আমানো। ভিন্ন পদ্ধতিতে ১৯৯০ সালে সফলতা পান প্রফেসর নাকামুরা। যেহেতু সাদা আলো LED এর মাধ্যমে উৎপাদন সম্ভব হয়, কম্পিউটার ও টিভি স্ক্রিন চলে যায় LED দখলে। আবার, Energy Saving বাতিতে ব্যাপক ব্যবহার শুরু হয় LED এর। কারণ সাধারণ বাতির সবচেয়ে বড় অপচয় ছিলো তাপের মাধ্যমে বিদ্যুৎশক্তির অপচয়, যা LED ব্যবহারের কারণে কমে যায় প্রায় ৫০%
রসায়নঃ 
দুই মার্কিন এবং এক রুমানীয়-জার্মান বিজ্ঞানী যৌথভাবে জিতে নিলেন ২০১৪ সালের রসায়নে নোবেল পুরস্কার। লাইট মাইক্রোস্কোপের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য স্টেফান ডব্লিউ হেল, উইলিয়াম ই মোয়েরনার এবং এরিক বেতজিগকে এ পুরস্কার দেওয়া হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি।
চিকিৎসাঃ
এ বছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক জন ওকিফি এবং নরওয়েজিয়ান দম্পতি এডভার্ড আই মুসা ও মে-ব্রিট মুসা। মস্তিষ্কের ভেতরকার জিপিএসব্যবস্থা উদ্ভাবনের জন্য তাঁদের বিশ্বের সম্মানিত ওই পুরস্কারে ভূষিত করা হয়।
সাহিত্যঃ
সাহিত্যে বিশেষ অবদানের জন্য ফরাসি সাহিত্যিক পাত্রিক মোদিয়ানো।সাহিত্যে বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন ৬৯ বছর বয়সী ফরাসি সাহিত্যিক পাত্রিক মোদিয়ানো।
পাত্রিক মোদিয়ানো এ পর্যন্ত ৩০টি উপন্যাস লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য আ ট্রেস অব ম্যালিস, হানিমুন, মিসিং পারসন, লাকম্ব, লুসিয়েন ইত্যাদি। তাঁর লেখা উপন্যাস নিয়ে বেশ কিছু চলচ্চিত্রও তৈরি হয়েছে।গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান কানাডার সাহিত্যিক এলিস মুনরো।
শান্তিঃ
২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার জয় করেছেন পাকিস্তানের মালালা ইউসুফজাই এবং ভারতের কৈলাস সত্যার্থি৷ নারী অধিকার নিয়ে গোটা বিশ্বের সোচ্চার মালালা ২০১২ সালে তালেবান জঙ্গিদের হামলায় গুরুতর আহত হন৷ মূলত এরপরই আলোচনায় আসেন তিনি৷ অন্যদিকে কৈলাস শিশু অধিকার অ্যাক্টিভিস্ট৷

অর্থনীতিঃ
অর্থনীতিতে নোবেল জিতেছেন ফরাসি অর্থনীতিবিদ ও অধ্যাপক জাঁ তিরোলে। ৬১ বছর বয়সী তিরোলে বাজার ক্ষমতা ও নিয়ন্ত্রণের ওপর গবেষণার স্বীকৃতি হিসেবে এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন।

Comments

Popular posts from this blog

অংশগ্রহণমূলক শিক্ষণ-শিখন পদ্ধতি

নোবেল পুরস্কার ২০১৬