বিহারী লাল চক্রবর্তী(১৮৩৫ - ১৮৯৪)

- তাকে আধুনিক বাংলা গীতি কবিতার জনক বলা হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখি উপাধি দিয়েছিলেন।

সম্পাদিত পত্রিকাঃ
সূত্রঃ পূর্ণিমা অবোধ বন্ধুকে নিয়ে সাহিত্য সংক্রান্তিতে ঘুরতে গেলো।

ব্যাখ্যাঃ
১. পূর্ণিমা
২. অবোধ বন্ধু
৩. সাহিত্য সংক্রান্তি

গীতিকাব্যঃ
সূত্রঃ নিসর্গ প্রেমী বঙ্গ সুন্দরী সারদা সাধের আসনে বসে স্বপ্ন দর্শন করলেন, প্রেম প্রবাহিণী বন্ধু বিয়োগে সঙ্গীত শতক কাব্যগ্রন্থ লিখবেন।

ব্যাখ্যাঃ
১. নিসর্গ
২. বঙ্গসুন্দরী
৩. সরদা মঙ্গল
৪. স্বপ্নদর্শন
৫. প্রেম প্রবাহিণী
৬. বন্ধু বিয়োগ
৭. সঙ্গীত শতক

Comments

Popular posts from this blog

অংশগ্রহণমূলক শিক্ষণ-শিখন পদ্ধতি

নোবেল পুরস্কার ২০১৬

২০১৪ সালের নোবেল পুরস্কার